মোঃ নেছার উদ্দিন নিজস্ব প্রতিনিধি
সকল জল্পনা-কল্পন, আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ইউপি সদস্য হিসেবে মোঃ রফিকুল ইসলাম বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। ৯ মার্চ ২০২৪ শনিবার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে আসে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। মোঃ রফিকুল ইসলাম ফুটবল মার্কার প্রার্থী ভোট পেয়েছেন ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজির তালা মার্কার প্রার্থী ভোট পেয়েছেন ৭০৬ ভোট।