জেলা প্রতিনিধি // খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে তার স্বজনরা।
ধর্ষিত শিশুটি স্থানীয় একটি কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।শিশুটি তার নানা বাড়ি থেকে লেখাপড়া করতো।জানা যায়,বুধবার (৮ মে) বিকালে শিশুটির নানাবাড়ির পার্শ্ববর্তী ৪৫ বছর বয়সী হারুন মিনা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটি বাড়িতে এসে তার নানা-নানিকে বিষয়টি জানালে তারা দিঘলিয়া থানায় গিয়ে হারুন মিনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির আত্মীয়-স্বজন থানায় এসে হারুন মিনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিশুটিকে দেখানো হয়েছে। তবে প্রাথমিকভাবে কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যমতে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি।তিনি আরো বলেন,যেহেতু শিশুটির স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছেন,সেহেতু শিশুটিকে আমরা মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিসে পাঠাচ্ছি।থানায় মামলা দায়েরের প্রস্তুতি এবং হারুন মিনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।