পটুয়াখালীর গলাচিপায় রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন সাজা প্রাপ্ত ও ১১জন গ্রেপ্তারী পরওয়ানা ভুক্ত আসামীকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। সোমবার সকালে আসামীদেরকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গলাচিপা পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বারেক মাতুব্বরের পুত্র মোঃ শাহ আলম ২৭৭/২১ এর নারী ও শিশু নির্যাতন মামলার আসামী। গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আঃ মান্নান প্যাদার স্ত্রী মোসাঃ শাহনাজ বেগম , আকবর প্যাদার পুত্র আঃ মান্নান প্যাদা ৩৪৮/২৩ এর নারী ও শিশু নির্যাতন মামলার আসামী। পানপট্টি ইউনিয়নের রত্নেশ্বর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র মোঃ জুবায়ের হাওলাদারের স্ত্রী রওশনারা । আমখোলা গ্রামের মৃত ছয়জদ্দিন মোল্লার পুত্র আবুল কালাম মোল্লা এবং আবুল কালাম মোল্লা স্ত্রী, বিবির হাওলা গ্রামের হাফেজ মৃধার পুত্র মোঃ নিজাম মৃধা (৪০), কোকাইতব গ্রামের শাহজাহান কাজীর পুত্র শাহিন কাজী (সাজা প্রাপ্ত আসামী), মানিক চাঁদ গ্রামের আঃ হক ফকির স্ত্রী মোসাঃ মাহিনুর বেগম, সুহরী গ্রামের মোঃ আনোয়ার গাজী পুত্র মোঃ শামীম গাজী ও পটুয়াখালীর চর জৈনকাঠী গ্রামের হাল সাং সুহরীর মোঃ মনির মৃধার পুত্র মোঃ বাকী বিল্লাহ ওরফে বাপ্পি।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান আসামীদের আটক করে জেল হাজতে প্রেরন করার খবর নিশ্চিত করেছেন।