স্টাফ রিপোর্টার // মোঃ নেছার উদ্দীন :: পটুয়াখালীর গলাচিপায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর আগমন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় উপজেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, পিআইও খোকন চন্দ্র দাস, এলজিডি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসাইন, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ছত্তার হাওলাদার, গলাচিপা জামায়াত ইসলামী আমির মোঃ জাকির হোসাইন, গণঅধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, গলাচিপা বণিক সমিতির নেতৃবৃন্দ, গলাচিপা কালিবাড়ি কমিটি নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ প্রমুখ।