নিজস্ব প্রতিনিধ:মোঃ নেছায় উদ্দিন ।
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির (৪৮) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বশির হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নের মোঃ আবুল কাশেম হাওলাদারের পুত্র। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টার সময় সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উওর চরখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় বশির সব্জির চাষ করেন, সেই খেতে আসা যাওয়া করার জন্য একটি সাঁকো তৈরি করেন।একই ওয়ার্ডের মৃত আলী ফরাজির পুত্র মোঃ দেলোয়ার ফরাজি সেই সাঁকো কেটে ফেলেন। বশির দেলোয়ারের কাছে সাঁকো কাটার কারন জানতে চাইলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়, এক পর্যায়ে দেলোয়ার বশিরকে দাদিয়ে মাথা ও নাকের উপর আঘাত করে, এতে বশিরের মাথা ও নাক দিয়ে রক্তপাত হলে স্থানীয় জনগন তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় আইনি সহায়তা চেয়েছেন ভুক্তভোগী পরিবার।