মো: নেছার উদ্দিন
নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ''কারিতাস বাংলাদেশ'' আয়োজিত প্রাইস্ প্রকল্প কর্তৃক কার্যক্রম সমূহের অগ্রগতি ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০মিনিটের সময় উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ''কারিতাস বাংলাদেশ'' বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। চরকাজল ইউনিয়নের দূর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে প্রইস্ প্রকল্প কর্তৃক গৃহিত পদক্ষেপগুলো হলো ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয়করন ও প্রশিক্ষিতকরন, স্কুলের ছাত্র- ছাত্রীদের দুর্যোগ সচেতনতাবৃদ্ধিকরন প্রশিক্ষন প্রদান, দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কতা বিষয়ক প্রশিক্ষন ও উঠোন বৈঠক করা, সিপিপি সেচ্ছাসেবকদের প্রশিক্ষন ও উপকরন বিতরন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) কে আধুনিকায়ন করা, দুর্যোগ বিষয়ক মহড়া/সিমুলেশন এর আয়োজন, উন্নত পদ্ধতিতে দুর্যোগ সহনশীল চাষাবাদের উপর কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লট তৈরি, বাড়ির আঙ্গিনায় শাক-সবজি চাষের জন্য বীজ ও উপকরন বিতরন, বাড়ির আঙ্গিনায় উন্নত পদ্ধতিতে দুর্যোগ সহনশীল সবজি চাষ, জৈব সার উৎপাদন ও ব্যবহার, উন্নত পদ্ধতিতে হাঁস- পালন বিষয়ক প্রশিক্ষন, যুবক-যুবতিদের জন্য কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করা, উৎপাদিত ফসলের বাজার সংযোগ বৃদ্ধি, মাটির সংযোগ রাস্তা সংস্কার ও উচুকরন, শিক্ষা প্রতিষ্ঠান (কাম সাইক্লোন সেল্টার) এর মাঠ উচুকরন, হত-দরিদ্রদের বাড়ির ভিটা উচুকরন, হাঁস- মুরগি টিকাদানে প্রশিক্ষত নারী টিকাদানকারী তৈরি ও উপকরন প্রদান, হতদরিদ্র পরিবারে সঞ্চয়ের মানষিকতা বৃদ্ধিকরন। প্রকল্প বাস্তবায়নে সরকারি/বেসরকারি/বিভিন্ন দাতা সংস্থার সম্ভাব্য সহযোগীতার ক্ষেত্রসমূহগুলো হলো মাটির সংযোগ রাস্তার সংস্কার ও উচুকরন, শিক্ষা প্রতিষ্ঠান (কাম সাইক্লোন সেল্টার) এর মাঠ উচুকরন, কার্লবাট/ব্রীজ নির্মান, বেড়িবাধ সংস্কার, আশ্রয়কেন্দ্র স্থাপন করা, মাটির কিল্লা (গরু-ছাগলের জন্য নিরাপদ আশ্রয়), ল্যাট্টিন বিতরন, কমিউনিটি ক্লিনিক, সুপেয় পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন, ওয়াটার অ্যাম্বুলেন্স ও সেচের ব্যবস্থা করা। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দিন টেকনিক্যাল এডভাইজার কারিতাস বাংলাদেশ, মি. উজ্জল এক্কা কর্মসূচি কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ করিতাস বাংলাদেশ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। উপস্থাপনা করেন মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা, প্রাইস্ প্রকল্প, করিতাস বরিশাল অঞ্চল।