মো:নেছার উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের দিন
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এই বাংলার কিছু দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ দেশের মেধাবী ও বুদ্ধিমানদের হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-
হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্ৰ
প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আশাদুর রহমান, বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার হাওলাদার গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।