গলাচিপায় শান্তি পূর্ণ ভাবে এইচএইসি অনুষ্ঠিত।
মোঃ নেছার উদ্দিন।
সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় শান্তি পূর্ণ ভাবে এইচএইসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ জুন সকাল ১০টার সময় এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টার সময় শেষ হয়। উপজেলার মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রগুলো হল গলাচিপা সরকারি ডিগ্রী কজেল, মহিলা ডিগ্রী কলেজ, কালিকাপুর সিনিয়র মাদ্রাসা, খারিজ্জমা কলেজ ও এন জেট আলিম মাদ্রাসা। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রগুলোতে ও তার আশে পাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রবেশপত্র, কলম ছাড়া কোন প্রকার মোবাইল ফোন, বই, খাতা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়নি। গলাচিপা উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮২৯ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১৭৯৯ জন। অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি বলে পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। কোন প্রকার অনিয়ম ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়।