মোঃ নেছার উদ্দিন গলাচিপা উপজেলা প্রতিনিধি পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার রাত আনুমানিক ১০টার সময় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার সংলগ্ন হাইওয়ে রোডে একটি কুকুর বাঁচাতে গিয়ে টমটম নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত জিহাদ (১৪) হচ্ছে ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খান বাড়ির জাকির খানের পুত্র। আহতরা হলেন উলানিয়ার কাছারি কান্দা গ্রামের মোঃ হালেম গাজীর পুত্র শাহজাহান গাজী (৩০) ও উলানিয়ার গুরিন্দা বাজারের ২ নম্বর ওয়ার্ডের দুলাল ফরাজির পুত্র ফয়সাল (১৬) ।