পটুয়াখালীর গলাচিপায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামের ৫ নং ওয়ার্ডের কিছু দুষ্কৃতিকারী ঘোড়া মার্কার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থানে গেলে তাদের উপরও হামলা চালায়।হামলায় আহত হন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফাইজুর রহমান শুভ, বাংলাদেশ টাইমস ৭১ এর স্টাফ রিপোর্টার রুবেল, জাতীয় দৈনিক আলোর জগত পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর ফারুক সহ আরো কয়েকজন নির্বাচনীয় দায়িত্বে থাকা সাংবাদিকবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়া মার্কার সমর্থনে থাকা মোঃ তৌহিদ রাড়ি নির্বাচনীয় ফলাফল পেয়ে কেন্দ্র থেকে আসার সময় অভিযুক্ত কয়েকজন লাঠি, সোঠা, রামদা নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাদের বাড়ির সামনে। তৌহিদ তাদের বাড়ি সামনে আসার সাথে সাথে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায় অভিযুক্তরা। বর্তমানে মাথা হাত ও পিঠের গুরুতর জখম নিয়ে তৌহিদ রাড়ি চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গলাচিপা উপজেলা প্রেসক্লাব পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত থাকা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজ উল্লাহ্ সাধারণ সম্পাদক মশিউর ইসলাম রুবেল সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।