মো: নেছার উদ্দিন
৷ নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০মিনিটের সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে ইউএনও স্বাগত বক্তব্য দিয়ে মতবিনিময় সভা শুরু করেন। উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সমাজের বিভিন্ন অন্যায়, দূর্নীতি ও উন্নয়ন মূলক তথ্য দিয়ে তাকে সহযোগিতা করার আহবান জানান। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ