পটুয়াখালীর গলাচিপায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। সকাল ৯ঃ৩০ মিনিটে চিকনিকান্দি ইউনিয়নের গণ কবরে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১১ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের এমপি এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্ ও সাধারণ সম্পাদক মোঃ মসিউল ইসলাম রুবেল সহ গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।