স্টাফ রিপোর্টার // মোঃ নেছার উদ্দীন :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অফিসের নিরাপত্তা প্রহরী মোঃ খোকন ক্ষমতার দাপটে দিনের পর দিন অফিস না করেই নিচ্ছেন সরকারি বেতন। ক্ষমতার দাপটে তিনি তার বসদেরকেও পাত্তা দেন না। ৯ অক্টোবর বুধবার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহমুদুল হাসান সিকদার এর কাছে জানতে চাইলে তিনি জানান ১ অক্টোবর ২০২৪ইং একদিনের জন্য তিনি ছুটি নিয়েছিলেন তারপর থেকে তিনি অফিসে আসেন নাই এবং আমার সাথে কোন যোগাযোগও করেন নাই। এ বিষয়ে জনমনে প্রশ্ন জেগেছে আসলে নিরাপত্তা প্রহরী খোকনের খুঁটির জোর কোথায়? খোকনের মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি খুলনাতে আছি। ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি স্যারকে ফোন দিয়ে ছুটি নিয়েছি, কিছুক্ষণ পরেই আবার তিনি বলেন আমি স্যারকে ফোনে না পেয়ে ম্যাডামকে জানিয়েছি।