প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
গলাচিপা উপজেলা চেয়ারম্যান নিতুর সাথে সাংবাদিকদের মতবিনিময় !!
গলাচিপা উপজেলা চেয়ারম্যান নিতুর সাথে সাংবাদিকদের মতবিনিময় !!
স্টাফ রিপোর্টার, মোঃ নেছার উদ্দিন : পটুয়াখালীর গলাচিপায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন।
৩১ জুলাই বুধবার বিকেল ৫ টার সময় উপজেলা পরিষদ হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নিতু সকল সাংবাদিকের সহযোগিতা চেয়েছেন।
সাংবাদিকরা চেয়ারম্যান নিতুকে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং তার এই উদ্যোগের প্রশংসা করেন। সাংবাদিকরা জানান গলাচিপাতে এই প্রথম কোন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা চেয়ারম্যান নিতু বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান, তিনি বলেন আমি সাজগোজ করি, শাড়ি চুড়ি পরি তা নিয়েও কথা হয়, তাহলে আমি কি শার্ট প্যান্ট পরবো, আমার নেত্রীওতো শাড়ি পরেন। আমি আর এসব নিতে পারছি না, আমি এ থেকে মুক্তি চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, মহিলা ভাইস চেয়ারম্যান তহামিনা আক্তার, সিনিয়র সাংবাদিক শংকর লাল দাস, সিনিয়র সাংবাদিক মোঃ মিল্টন মাহমুদ, গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ মসিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা সহ গলাচিপার সকল সাংবাদিকবৃন্দ।
Copyright © 2024 বাংলাদেশ টাইমস ৭১. All rights reserved.