মোঃ নেছার উদ্দিন।
পটুয়াখালীর গলাচিপায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনে প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা রুবেল, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান শিবলী। এসময় উপজেলা চেয়ারম্যানদেরকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ভবনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয় প্রথম নারী উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।