নিজস্ব প্রতিবেদক:
গলাচিপা উপজেলা প্রেসক্লাব নামে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করেছে। পটুয়াখালীর গলাচিপায় ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটের সময় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রেস ক্লাব আত্মপ্রকাশ করে। প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্ র ব্যক্তিগত অফিসে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উক্ত প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মারুফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মসিউর ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম টিপু মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন, কোষাধক্ষ্য মোঃ ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম মিকু, এক নম্বর সদস্য মোঃ মনির হোসেন প্রমূখ।