পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় কুকুর আতঙ্কে ভুগছে পৌরবাসী। পৌরসভার বিভিন্ন পয়েন্টে ১০/১৫ টি কুকুর সঙ্ঘবদ্ধ ভাবে থাকে। এসব কুকুর অনেক হিংস্র, কোন মানুষকে একা পেলে কামড়ানোর জন্য তারা করে। এসব হিংস্র কুকুরের জন্য স্কুলগামী কোমলমতি শিশুরা একা স্কুলে যাতায়াত করতে পারে না। দিন দিন কুকুরের সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে রাস্তায় নামলে কুকুরের দেখা মেলে। বিভিন্ন সময়ে এই কুকুর মানুষকে কামড়ানোর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানোর পরেও তারা এর কোন কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না। পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা দৈনিক মুক্ত খবর ও বিজয়ের ডাক অনলাইন এর সাংবাদিক মোঃ নেছার উদ্দিন জানান, গত ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় শাহ আলম সরদারের বাসার সামনে থাকা সঙ্গবদ্ধ হিংস্র কুকুরগুলো আমাকে কামড়িয়ে মারাত্মক জখম করে। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আমি চিকিৎসা গ্রহণ করি এবং ১২, ১৫ ও ১৯ ইং তারিখে ভ্যাকসিন নেই। বেশ কিছুদিন পরেও আমি সমস্যা অনুভব করলে ডাক্তার মেজবাহ উদ্দিনকে দেখাই। তিনি আমাকে বলেন আপনার হারে কুকুরের দাঁতের আঘাত লাগতে পারে তাই এক্স-রে ও রক্ত পরীক্ষা করতে হবে। আমি এক্স-রে ও রক্ত পরীক্ষা করে তাকে রিপোর্ট দেখালে তিনি আমাকে চিকিৎসা দেন এবং ঢাকা মহাখালী হাসপাতালে রিপোর্ট করার পরামর্শ দেন । আমি এখন জীবন মরণ সন্ধিক্ষণে আছি। তিনি স্কুলগামী কোমলমতি শিশু ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য গলাচিপা পৌরসভা থেকে কুকুর অপসারণের জোর দাবি জানান।