ঘূর্ণিঝড় রিমেল পরবর্তী হিজলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ নিতে এমপিদের আগমনে মুখরিত হিজলা। সেই সাথে উৎসুক দুপক্ষের নেতা-নেত্রীরাও। দফায় দফায় এমপিদের আগমনে রাস্তাঘাট এমনকি খেয়াঘাট আলোকিত হয়ে উঠছে। চাঙ্গা হয়ে উঠছে স্থানীয় নেতারা। এ যেন রাজনীতিতে নতুন এক গতিপথ।
৩১ মে হিজলা মেহেন্দিগঞ্জ আসনের এমপি পংকজ নাথ ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হিজলা। উপজেলার বাউসিয়া, পুরাতন হিজলা লঞ্চঘাট , হরিনাথপুর, মৌলবিরহাট, বান্দের হাট, দুর্গাপুর এলাকার ভাঙ্গন কবলিত, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে মিলিত হন। বন্যায় ক্ষতিগ্রস্ত জামাল ফকিরের স্ত্রী এবং বেলাল দেওয়ানের স্ত্রীকে ঘর এবং আর্থিক সহায়তার আশা জানান পংকজ নাথ। এ সময় তার সফর সঙ্গী ছিলেন বড় জ্বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সহ একাধিক ব্যক্তি। সন্ধ্যা থেকে রাত অব্দি হিজলার বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ান এমপি । রাতেই তিনি মেহেন্দিগঞ্জে ফিরে যান।
পরবর্তীতে, পহেলা জুন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি ডক্টর শাম্মী আহাম্মেদ হিজলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে বেড়ান। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি । বাউসিয়া ভাঙ্গন কবলিত খেয়া ঘাটে অসহায় উদ্বাস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, হিজলা গৌরবদি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, আব্দুল লতিফ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাগণ।
ত্রাণ বিতরণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ হিজলার বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ান। ঘুরে বেড়ান দুই নেতা মেহেন্দিগঞ্জের বিভিন্ন অঞ্চল।