মুহাম্মদ শিহাব,স্টাফ রিপোর্টার।
কারাবরণ সবসময় অপরাধের জন্য হয়না। নিপীড়ক রাষ্ট্রের হাতে অনেক কারাবরণ সম্মানের ও হয়! ২০১২ সাল থেকে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের আন্দোলন করতে গিয়ে বিভিন্নসময় আমাদের পুলিশী হামলার মোকাবেলা করতে হয়েছিল। সর্বশেষ ২০১৮ সালের ১৯শে এপ্রিল লাইসেন্সের দাবিতে রিক্সা শ্রমিকদের ভুখা মিছিলে পুলিশ হামলা করে ডাঃ মনীষা চক্রবর্তীসহ ৬ জনকে গ্রেফতার করে, অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করে পরে এলাকায় এলাকায় গ্রেফতার অভিযান চালিয়ে মহসীন মীর, ইলিয়াস হোসেন, বাবুল ফারুকসহ আরো ১৯ জনকে গ্রেফতার করে। এই ২৫ জনকেই জেলে নেয়ার আগে কোতয়ালী থানায় বেধড়ক মারধর করা হয়। শ্রমিকদেরকে জোর করে নেতাদের নামে চাঁদাবাজির সাক্ষী দিলে ছেড়ে দেয়ার লোভ দেখানো হয়। কিন্তু বেশ অবাক করা বিষয় ছিল যে একজনও এই বিষয়ে রাজি হননি। তারা মার খেয়েছেন কিন্তু মিথ্যা সাক্ষী দেননি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এই মামলার সাথে রাজনৈতিক উদ্দেশ্য ও জড়িত ছিল। কিন্তু এই জেলখাটা আসামীরা ৫ বছর পরেও তাদের সংগ্রামের উদ্দেশ্যে অটল আছে। রিক্সা ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেকে এই সংগ্রামী কারানির্যাতিত নেতাদের সম্মাননা তুলে দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন।