জেলা প্রতিনিধি পটুয়াখালী//
ন্যায় বিচারের অগ্রযাত্রায় ব্লাস্টের ৩০ বছর এবং সুবিধা বঞ্চিত জনগনের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথিকৃত, সংবিধান প্রণেতা ও ব্লাস্টের প্রতিষ্ঠা সভাপতি ড. কামাল হোসেন এর জন্মদিন উপলক্ষে ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আইনি সেবা সপ্তাহ পালন করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
শনিবার (২০ এপ্রিল) অর্ধদিন ব্যাপী পটুয়াখালীর ইটবাড়িয়া শারিকখালি মাধ্যমিক বিদ্যালয় এই কর্মসূচি পালিত হয়েছে।
এসময় লিগ্যাল এইড সেমিনারে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় সাধারণ মানুষের সাথে মুক্ত আলোচনা এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝ থেকে বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান এবং সকলে মিলে বাল্য বিবাহ বন্ধের শপথ গ্রহন করে।
ব্লাস্ট পটুয়াখালী ইউনিটের সমন্বয়কারী আইনজীবি আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্লাস্টের সিনিয়র আউটরিচ অফিসার দিপা মালাকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হাই খন্দকার, সদস্য হারুন অর রশীদ, আব্দুল মালেক, আবু সাইদ খান, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক ও তরুণ সাংবাদিক জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।