জেলা প্রতিনিধি খুলনা//
আমিষ জাতীয় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণের লক্ষে সারা দেশে ১৮ এপ্রিল প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রদর্শনী মেলা-২০২৪, প্রদর্শিত ।
এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আব্দুস সালাম মুর্শিদি এমপি। সার্বিক শুভেচ্ছা ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: ফজলুল করিম, দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:বাবুল আক্তার, সহ দিঘলিয়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা গন
খামারিদের পক্ষে হতে প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, গয়াল, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তিতির পাখি , বিভিন্ন জাতের সৌখিন পাখি , বিভিন্ন প্রাণী পুষ্টিপ্রযুক্তি দুগ্ধজাত পণ্য প্রদর্শিত করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে এনিমেল র্যাম্পিং প্রদর্শিত হয়েছে। প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন হল প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: ফজলুল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।