বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী দিঘলিয়া উপজেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
(৩০ মে) বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় ফরমাইশখানা বার্মাশেল খেয়াঘাট চত্বরে দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সেনহাটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কুদরতে আমীর এজাজ খান, যুগ্ন আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, মোঃ আবু ওয়াহিদ, জহিরুল ইসলাম, কুদরতে ইলাহী স্পিকার, মোল্লা সরোয়ার হোসেন, মাহমুদুল হাসান মিঠু, আরিফুল ইসলাম হাসান, আঃ কাদের জনি, মোঃ আলী টুটুল, রাকিব মোল্যা, আতিকুজ্জামান অপু, লোকমান হোসেন, সালাউদ্দিন, ফারুক হোসেন, জামাল হোসেন, গোলাম, মনির, মেহেদী হাসান, বুলবুল, শিহাব প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এদিকে দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে স্থানীয় দেয়াড়া শাহনেওয়াজ জুট মিল চত্বরে অনুরূপ পৃথক আর একটি কর্মসূচি পালিত হয়েছে।