জেলা প্রতিনিধি, খুলনা//
খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানা ভুক্ত ১ আসামী ও নিয়মিত মাদক মামলায় (৫০)গ্রাম গাজা সহ ১জন আটক।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার
মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম (সেবা) এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, দিঘলিয়া থানা মো: বাবুল আক্তার এর নেতৃত্বে দিঘলিয়া থানা এলাকায় আইন-শৃঙ্খলারক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে। ইং-১৭/০৪/২৪ তারিখে দিঘলিয়া থানাধীন এ এসআই (নিঃ) সাইফুল সঙ্গীয় ফোস সহ CR-সাজা ০২বছর ৮৩/২০ আসামী- ১।মোস্তফা মোল্লা, পিতা- শমসের মোল্য সাং- চন্দনি মহল । থানা-দিঘলিয়া, জেলা,খুলনা, এসআই(নিঃ) মোঃরাজু হোসেন সঙ্গীয় ফোস সহ আসামী ১। শেখ জাহিদুল ইসলাম(৪০), পিতা -মৃত্য শেখ সিরাজুল ইসলাম সাং-বারাকপুর থানা -দিঘলিয়া, জেলা, খুলনাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে অদ্য ইং-১৭/০৪/২৪তারিখ উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।