বিশেষ প্রতিনিধি:
মুগদা থানা নবাগত অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন মুগদা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার নেতৃবৃন্দ।
আজ শুক্রবার ৪ অক্টোবর সন্ধ্যায় মুগদা থানা ওসি মো: সাজেদুর রহমান এর সাথে মুগদা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখা নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুগদা থানা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: রাসেল সরকার, বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার সভাপতি আব্দুস সবুর রবিন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রিয়া চৌধুরী, সদস্য রিয়া, সাগর খান প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো: সাজেদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। মুগদা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার কর্মরত সাংবাদিকগণ আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে বলে আমি আশা করছি।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদ সংগ্রহে কোনো বাঁধার সম্মুখীন হলে আপনাকে পাশে পাবে বলে আমরা আশাবাদী এবং সকল প্রকার সামাজিক ব্যাধীর মূলোৎপাটন ঘটবে এটায় আমাদের কাম্য।
মুগদা থানা অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান সাংবাদিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মুগদা কর্মরত স্থানীয় সাংবাদিকদের এবং অত্র এলাকার জনসাধারণের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি সন্ত্রাস, মাদক মুক্ত শান্তির ও মডেল জনপদ হিসেবে মুগদা থানাকে গড়ে তোলবো ইনশাআল্লাহ্।