মোঃ মেহেদী হাসান (বাচ্চু) পটুয়াখালীঃ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে পটুয়াখালীতে শুরু হয়েছে প্রাইস প্রকল্প।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এসময় কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী, কর্মসূচী কর্মকর্তা মি. সম্রাট সেরাও এবং মি. উজ্জ্বল এক্কা, টেকনিক্যাল কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন প্রকল্প কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারিতাস বাংলাদেশে কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে চলতি বছরের জানুয়ারীতে শুরু হয়ে চলবে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত।
এ কর্মসূচীর আওতায় দুর্যোগ মোকাবেলা করার জন্য পারিবারিক প্রস্তুতি, জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক সঞ্চয় ও ঋণের ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি জীবিকায়ন ও সমন্বিত কৃষি উৎপাদন ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ নারীদের ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ ও সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জেলে সম্প্রদায়ের জীবন রক্ষা কারী সরঞ্জামাদি যেমন লাইফ বয়া, লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, অংশগ্রহণমূলক সঞ্চয়, আগাম সতর্কবার্তা প্রচারের সক্ষমতা অর্জনের জন্য সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রধানের ব্যবস্থা করা, সরকারি সেবাদানকারী বিভাগ যেমন কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বন ও পরিবেশ এবং বেসরকারি সংস্থাগুলোর সাথে যৌথ পরিকল্পনা প্রণয়ন করে চর কাজলের মানুষের দুর্যোগ ঝুঁকি এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।