মোঃ নেছার উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। শনিবার ৭ ডিসেম্বর আনুমানিক রাত ৩ টার সময় তার নিজ বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের চরচান্দা বেপারী কান্দি গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে ও চার কণ্যা সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জানাযা নামাজ শেষে রবিবার ৮ নভেম্বর দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।