নিজস্ব প্রতিনিধি: মোহাম্মদ শিহাব
পিরোজপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রী।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে পাড়েরহাটে বেলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।
পিরোজপুর সদর থানা পুলিশের ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।