নিজস্ব প্রতিনিধি: মোহাম্মদ শিহাব
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) ভোরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদরদী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আনাম জানান, শুক্রবার ভোররাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদরদী নামক স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। আহত হয় ১০ জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘গতি বেশি থাকায় বাস উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।’
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে।