খুলনা জেলা প্রতিনিধি //
খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) সঠিক দিক নির্দেশনায়, রিপন কুমার সরকার, অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানা খুলনা এর তত্বাবধানে এসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৮/০৫/২০২৪ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা গ্রামস্থ আশিক সড়ক রোড মন্ডল আবাসিক প্রকল্প তপন মন্ডল এর অফিসের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে আসামি ১। মোঃ সাইদ মিয়া (৫৬), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-তেঁতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এর নিকট হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে বটিয়াঘাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং এএসআই (নিরস্ত্র) সুজিত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিআর (সাজা) পরোয়ানা মূলে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এর আসামি মিহির রায়, পিতা- ভবনাথ রায়, সাং-বুনারাবাদ থানা-বটিয়াঘাটা জেলা- খুলনা কে থানা এলাকা হইতে গ্রেফতার করিয়া প্রয়োজনীয় পুলিশ প্রহরায় ইং-০৯/০৫/২৪ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।