স্টাফ রিপোর্টার //মোহাম্মদ শিহাব :: ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর হিজলা থানা বিএনপি'র বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় লুটতরাজ,জমি দখল,চর দখল,মাছঘাট দখল বালুমহল দখল বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পরে ৭ অক্টোবর হিজলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে থানা বিএনপি।
প্রকাশিত সংবাদ সহ বিভিন্ন অভিযোগ কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ দায়ের করেন বিভিন্ন জন।
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন। উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল প্রমূখ। সংবাদ সম্মেলনে এডভোকেট দেওয়ান মনির হোসেন তাদের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন হাজার হাজার গরু মহিষ লুটপাট এমনকি মায়ের সামনে মেয়েকে ধর্ষণের তথ্য কিংবা প্রমাণ পত্র হিজলার কোন সাংবাদিকদের কাছে আছে কিনা? অথচ যে দিনের অভিযোগ তোলা হয়েছে সেদিন ৬ আগষ্ট আমি হিজলাতে এসেছি সন্ধ্যায়। তিনি আরো বলেন একই দিন একই সময় আমরা তিনজন কিভাবে একটি ঘটনা থেকে অপর ঘটনাস্থল ৩০ কিলোমিটার দূরে এবং বিচ্ছিন্ন জনপদ মেঘনার চরে, যেখানে যেতে কমপক্ষে সময় লাগে চার ঘন্টা সেখানে এই ঘটনা ঘটিয়েছি। রাজনৈতিকভাবে আমাদেরকে হেও প্রতিপন্ন করার জন্য স্বৈরাচার হাসিনার দোসরা সুপরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা রটনা রটিয়েছে। যা স্থানীয় সংবাদকর্মীদের বাদ দিয়ে বরিশালের কিছু সাংবাদিক ভাইদের তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংগঠন প্রকাশ মিথ্যা ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমরা উক্ত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যদি কোন অপকর্মের সাথে জড়িত থাকে, সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দলীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় হিজলার সাংবাদিকদের সহযোগিতা চান বিএনপির নেতৃবৃন্দ।