বাংলাদেশ টাইমস ৭১ ডেস্ক // তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটুক্তি মূলক পোস্ট করেন হিজলা উপজেলা আওয়ামী লীগ নেতা ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক জেলা পরিষদ সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ।
২২ নভেম্বর শুক্রবার বেলা ১২ টার দিকে নিজের ব্যক্তিগত (Sabu Ahmed) নামে ফেসবুকে একাউন্ট থেকে এই মন্তব্য করেন “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন দেখি ভেটকায়” ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে সেনা কুঞ্জে বেগম খালেদা জিয়ার আগমন ও তার হাস্যজ্বল মুখকে ব্যঙ্গ করে এই পোস্ট দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে ই ফেসবুক পোস্ট টি ভাইরাল হয়ে যায়। বি এন পি সমর্থিত নেতা কর্মিরা এই ফেসবুক পোস্টের নিন্দা জানিয়ে পোস্ট করছেন। উত্তপ্ত হয় হিজলার সমগ্র এলাকা। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন উপজেলা সদর টেকের বাজার, খুন্না বাজার,কাউড়িয়া বন্দর, দুর্গাপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল সমাবেশ করে দলটি।
নিজের দায় এরাতে একই দিন আরেকটি পোস্টে তিনি দাবি করেন, তার পেজটি হ্যাক করা হয়েছে। পোষ্টের বিষয় তিনি কিছুই জানেন না।
তবে তার বালখিল্য স্বভাব আগ থেকেই অনেকের জানা। নিজ পরিবারেও তিনি অবরুদ্ধ। রাজনৈতিক অঙ্গনেও তার পাকা হস্ত। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, পঙ্কজলীগ,টিপু লিগ,দিপু লিগ। সুযোগ সন্ধানী পন্ডিত শাহাবুদ্দিন সরবে সরবা।
এ বিষয়ে জানার জন্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ কে ফোন দেওয়া হলে তার ফোন নম্বর টি বন্ধ পাওয়া যায়।