স্টাফ রিপোর্টার //
র্যাব-৮, বরিশাল অভিযান পরিচালনা করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা হতে প্রতারনা ও সংঘবদ্ধ দালাল চক্রের ০৬ জন মূলহোতাসহ ১৭ জন সহযোগী মোট ২৩ জন আসামী গ্রেফতার।
র্যাব—৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ৩০ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০:১৫ ঘটিকায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে দালাল চক্রের ০৬ জন মূলহোতাসহ ১৭ জন সহযোগীসহ মোট ২৩ জন দালালকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ দালাল চক্র প্রভাব বিস্তার করে চলেছে। চিকিৎসা নিতে আসা সাধারণ জনগণ বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছে। সাধারণ জনগণকে ভাল চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া, আগে ডাক্তার দেখানোর জন্য অবৈধভাবে টাকা নেওয়া, হাসপাতালে বেড পাওয়ার জন্য টাকা নেওয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বেসরকারি হাসাপাতালে প্রেরণ ও তাদের বিভ্রন্তিকর তথ্যের ভিত্তিতে ভুল চিকিৎসায় অনেক নিরীহ মানুষের প্রাণহানিসহ বিভিন্ন দুর্ঘটনার শিকার হওয়াসহ বিভিন্ন জন হয়রানিমূলক কর্মকান্ডের খবর পাওয়া যায়। পরবর্তীতে উল্লেখিত আটককৃত ব্যাক্তিদেরকে বরিশাল কোতয়ালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।