হিজলা প্রতিনিধি // বিএনপির মহাসচিব খেয়া ঘাটের মাঝি। ভাগাভাগির শেষ তিনি বাউসিয়া খেয়া ঘাটের দখলদার। আমি আর কেউ নন বাউশিয়া ওয়ার্ড বিএনপি’র সমার্থক।
স্থানীয় বিএনপি’র একাধিক সদস্য ও সমার্থক নাম প্রকাশ না করার শর্তে জানান, রতন সরদার বাউসিয়া ৮ নং ওয়ার্ডের স্বঘোষিত বিএনপি মহাসচিব।
কদিন আগেও তিনি ছিলেন পঙ্কজ সমর্থকের আশীর্বাদ পুষ্ঠ পন্ডিত শাহাবুদ্দিন আহমেদের লোক। এখন তিনি পুরো বিএনপি। সরকার পরিবর্তনের সাথে সাথে তিনি ক্ষমতার দাপটে বাউসিয়া খেয়া ঘাটের দখল নিয়ে হয়ে ওঠেন মাঝি।
বড় জালিয়া ইউনিয়ন পরিষদের খেয়া ঘাটের ডাক থাকলেও মাঝি কবিরকে মার ধরকরে ঘাটের দখল নিয়েনেন রতন সরদার। অসহায় কবির আওয়ামী লীগ সদস্য। তিনি আর বিএনপির দাপটের কাছে অসহায়। কবির জানান নিজের জান বাঁচাতে মরিয়া। প্রশাসন এর কাছে গেল সহায়তা পাননি তিনি।
বড়জালিয়া ইউপি চেয়ারম্যান ও হিজলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার জানান, তিনি বিধি মোতাবেক খেয়াঘাট ইজারা প্রদান করেন। এর পরের ব্যবস্থা সরকার পরিবর্তনের পরে যা হওয়ার তাই হয়েছে।