নিজস্ব প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি ইউনিয়নে মুন্সি সায়েন্টিফিক হ্যাচারি নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫ লক্ষ টাকা চাঁদার দাবি এবং মারধরের অভিযোগে স্থানীয় প্রভাবশালী ইলিয়াস মোল্লা (৪০) নামক ব্যক্তির নামে।এ নিয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন সোহেল আনসার নামের এক ব্যক্তি।অভিযোগে সহেল আনসার বলেন,গত ০৭/০৫/২০২৪খ্রি.সকাল ৮.০০ মিঃ সময় প্রভাবশালী ইলিয়াস মোল্লা সহ অজ্ঞাত আরো চার-পাঁচজন সোহেল আনসারের উপর অতর্কিতভাবে হামলা চালায়।এবং ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে তাকে মারতে থাকে।চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামের বড় মোল্লাবাড়ির পাশে উল্লেখ্য হ্যাচারীর সীমানার মধ্যে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান।
অভিযোগে আরো বলেন,সোহেল আনসার ইলিয়াস মোল্লা তিনি জুলুমবাজ,চাঁদাবাজ, দাঙ্গাবাজ, খুনি প্রকৃতির লোক বটে।আসামি ইলিয়াস মোল্লা সালিশ ব্যবস্থা ও দেশের প্রচলিত আইন কানুন কিছুই মান্য করে না।বিগত কয়েক বছর যাবত হ্যাচারি দেয়ার পর থেকে আমাদেরকে বিভিন্নভাবে তিনি চাঁদার জন্য হুমকি দুমকি সহ বিভিন্ন প্রকার ঝামেলা করতেন।মাঝেমধ্যে হ্যাচারীর পুকুর থেকে মাছ তুলে নিয়ে যেতেন কিন্তু আমরা এড়িয়ে যেতাম।
এ ঘটনার জেরে ০৯/০৫/২০২৪খ্রি.গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়ান আদালতে মামলা হয়।মামলার তদন্তভার পটুয়াখালী পিবিআই এর কাছে।
সরজমিন তদন্তে সংবাদকর্মীরা ঘটনা স্থানে গিয়ে অভিযুক্ত ইলিয়াস মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন,সম্পূর্ণ তথ্য মিথ্যা,এবং বানোয়াট ও সাজানো।এ সময় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় উল্লেখ্য ঘটনার দিন স্থানীয়রা অনেকেই ছিলেন না।কি নিয়ে তাদের মধ্যে বিরোধ কারোই জানা নেই।তবে মামলার সাক্ষীরা ঘটনা সত্যতা নিশ্চিত করেন।স্থানীয়দের দাবি তদন্ত সাপেক্ষে যেন সত্যতা বেরিয়ে আসে।