দিঘলিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫ ই জুন বেলা ১১ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী টি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বো করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বসন্ত মল্লিক, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক, সহ বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সাংবাদিক সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।