গলাচিপা উপজেলায় মৎস্যজীবী পরিবারের ৫ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ…!
স্টাফ রিপোর্টার // মো: নেছার উদ্দিন : পটুয়াখালীর গলাচিপায় মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেন্ট (৩) এর আওতায় মৎস্যজীবী পরিবারের ৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় । ৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় উপজেলা পরিষদের হলরুমে এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ৫ জনের মাঝে ২৫ হাজার টাকা করে দুই ধাপে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হবে। যাদের মাঝে চেক প্রদান করা হয়েছে তারা হলেন মানসুরা আক্তার, মোঃ ইসমাইল, আবু রায়হান, মোঃ তানভীর ও মোঃ ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, এস ডি এফ এর আঞ্চলিক সমন্বয়ক রওণক ফেরদৌস, ক্লাষ্টার অফিসার এম এ সায়েম, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান। আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।