পটুয়াখালীর গলাচিপায় এসএসসি পরীক্ষার্থী জিসান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ মার্চ ১০টার সময় গলাচিপা উপজেলাধীন দক্ষিন চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজারে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বাজারের সাধারণ সম্পাদক আবু সায়েম গাজীর নেতৃত্বে কিশোর গ্যাং এর হামলায় নিহত জিসান হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন নিহত জিসান এর বাবা ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান নান্না,গলাচিপা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সুশীল সমাজ, ব্যাবসায়ী, শিক্ষার্থী, শিশু, নারী পুরুষ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য গত ৮ মার্চ ২০২৪ স্থানীয় বটতলা বাজারে চলন্ত মোটরসাইকেলে রাস্তায় ধূলা উড়ানো নিয়ে কিশোর গ্যাং বাপ্পি চৌকিদার, মাহিন, মহিব্বুল, রোমান, বেল্লাল হাওলাদার, ইছা, বায়জিদ এর সাথে জিসান এর কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর গ্যাং এর সদস্যরা
জিসানের উপর হামলা করে। এ হামলায় জিসান গুরুত্বর আহত হলে গলাচিপা, পটুয়াখালী ও ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি পৌছানোর ৫/৬ ঘন্টা পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিসানের বাবা চিহ্নিত ১০ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।