দিঘলিয়ার ব্রহ্মগাতী হাসিবুর রহমান এর চিংড়ি মাছের ঘেরে বিষ প্রয়োগ ১০ লাখ টাকার মাছ নিধন। দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায় দিঘলিয়ার ব্রহ্মগাতী ৮ নং ওয়ার্ড এর ভাষার বিল স্থ একটি চিংড়ি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে উক্ত এলাকার কতিপয় দুষ্কৃতকারীরা। অভিযোগে মাছের ঘের মালিক মৃত আবু বক্কর শেখের পুত্র হাসিবুর রহমান জানান তার মাছের ঘেরে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও লাইট দেওয়া থাকে। গত ৩ রা এপ্রিল আনু: বিকাল সাড়ে ৫ টার দিকে হাসিবুর রহমান ঘেরে সিসি ক্যামেরা ও লাইট জালিয়ে রেখে দিঘলিয়া থানার মোড়ে বাজারে চলে আশে। এবং সন্ধা সাড়ে ৭ টার দিকে হাসিবুর রহমান তার ঘেরে গিয়ে দেখতে পায় যে সিসি ক্যামেরার তার কাটা, এসময় তিনি দেখতে পায় তার ঘেরে চতুর পাশে চিংড়ি মাছ মরে ভেসে আছে । তখন হাসিবুর রহমান আশে পাশের লোকজন ডাকাডাকি করে এবং ফোনের মাধ্যমে দিঘলিয়া থানা পুলিশ ও দিঘলিয়া মৎস্য অফিসার কে বিষয় টি অবগত করেন। তাৎখনিক তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পর্যবেক্ষণ এর জন্য আলামত হিসেবে মৎস্য অফিসার ঘেরের মাটি ও পানি সংগ্রহ করে তা পরিক্ষা করে জানান ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। উক্ত ঘেরে আনু: ২২-২৫ হাজার চিংড়ি মাছ ছিল যার বর্তমান বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা। হাসিবুর রহমান তার লিখিত অভিযোগে ১। মো:ফরিদ শেখ (৪৫) ২। মো: সাজিদ শেখ ( ৪০) উভয় পিতা আবু বক্কর সাং- ব্রহ্মগাতী তাদের সহযোগী দের নিয়ে পূর্ব কোন শত্রুতার জেরে এই বিষ প্রয়োগ করে বলে জানান।