মান্নান গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।
গলাচিপায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যেকটি পদে ৪জন করে মোট ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা সকলেই আওয়ামী লীগের সমর্থক। নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু.শাহিন, সাবেক উপজেলা চোয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মু.শামসুজ্জামান লিকন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মর্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ। ভাইস চেয়ারম্যান পদে পটুয়াখালী জেলা কৃষক লীগের সভাপতি মু.নিজামউদ্দীন তালুকদার, ছাত্রলীগের সাবেক আহবায়ক ফরিদ আহসান কচিন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান, পৌর আওয়ামী লীগের নেতা রেজাউল কবির মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সদস্য শিরিন নাহার, সাবেক মহিলা কাউন্সিলর হেলেনা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা আক্তার ও মহিলা যুবলীগের আহবায়ক সাফিয়া বেগম।