1. admin@bangladeshtimes71.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন। পটুয়াখালী (গলাচিপা)/উভ/গলাচিপায় পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উচ্ছেদ অভিযান চালান।  ধান কাটাকে কেন্দ্র করে তহশীলদারকে মারধর। গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। সরকারি চোরাই ইটে আ”লীগ নেতার বাড়ি !! – হিজলা উপজেলা, বরিশাল ।  গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল। মাথা বিচ্ছিন্ন গলাচিপায় লাশ উদ্ধার! পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন। গলাচিপায় কারিতাসের বীজ বিতরন

দিঘলিয়ায় অবাধে চলছে অবৈধ ইটভাটা মানছে না হাইকোর্টের নির্দেশনা।

এস.এম.শামীম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৫৩ বার পঠিত

দিঘলিয়ায় অবাধে চলছে অবৈধ ইটভাটা মানছে না হাইকোর্টের নির্দেশনা।

খুলনা জেলা প্রতিনিধি //

খুলনার দিঘলিয়া উপজেলায় অবাধে চলছে অবৈধ ইটভাটা মানছে না হাইকোর্টের নির্দেশনা। দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ এমন অনেক ইট ভাটা রয়েছে যা চলছে কিছু প্রভাবশালী মহলের ছাত্র ছায়ায়।বিশেষ করে হাইকোর্টের নির্দেশনায় সকল ইট ভাটায় গাছ কাঠের পরিবর্তে কয়লা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়।

উক্ত নির্দেশনা কে অমান্য করে গাছ কাঠ পোড়ানো হচ্ছে অধিকাংশ ইটভাটায়। বিষয় টি নিয়ে কিছু গণমাধ্যম কর্মী দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় গেলে দেখা যায় গাজিরাট ইউনিয়নের সোনা কুড় এলাকায় রয়েছে একটি অবৈধ ইটভাটা যার নাম M.S.I বিভিন্ন সুএে জানা যায় উক্ত ইট ভাটা দীর্ঘ কয়েক বছর যাবৎ বন্ধ থাকার পরে কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চালু হয় ইট ভাটা উক্ত ভাটায় ব্যবহার করা হয় জ্বালানি গাছ কাঠ যা কিনা হাইকোর্টের নির্দেশনা অমান্য করণ করা।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায় উক্ত ইট ভাটার স্বত্বাধিকারী হিসেবে বর্তমানে ৪ জন রয়েছে। ৪ জনের মধ্যে দুজনের সঙ্গে কথা বললে দুজনেই জানান আমাদের ভাটার কেউ কিচ্ছু করতে পারবেনা। বিষয়টি দিঘলিয়া উপজেলা প্রশাসনিক দপ্তর গুলোতে জানানো হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘ ৬ মাস কেটে গেল কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উক্ত অবৈধ ভাতা কর্তৃপক্ষ আরও জানান আমরা সকল দিকে ম্যানেজ করেই ভাটা চালাচ্ছি। এমনকি এই তথ্য সংগ্রহে গেলে গণমাধ্যমদের পরতে হয়েছে হুমকির মুখে , যেখানে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে চলছে অবৈধ ইটভাটা দিঘলিয়ার গাজীহাট ইউনিয়নের সোনা কুড় এলাকায় এই ভাটা কি আজও বন্ধ হবে প্রশাসন ও বন ও পরিবেশ অধিদপ্তর আদৌ কি নজর দিবে এই প্রত্যাশা করছেন দিঘলিয়া বাসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর