1. admin@bangladeshtimes71.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালী গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি।  গলাচিপায় সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন। পটুয়াখালী (গলাচিপা)/উভ/গলাচিপায় পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উচ্ছেদ অভিযান চালান।  ধান কাটাকে কেন্দ্র করে তহশীলদারকে মারধর। গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। সরকারি চোরাই ইটে আ”লীগ নেতার বাড়ি !! – হিজলা উপজেলা, বরিশাল ।  গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল। মাথা বিচ্ছিন্ন গলাচিপায় লাশ উদ্ধার! পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন।

বরিশালের শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে হবে

এস এম নওরোজ হীরা.
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বরিশালের শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে হবে
——–_—————-+++++——————
ফরচুন গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ইতিকথা

এস এম নওরোজ হীরা.

বরিশালে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হলেই দেশী বিদেশি বিনিয়োগ বাড়বে। পদ্মা সেতুর সুফল ভোগ করতে পারবে বিনিয়োগকারীরা । ফরচুন গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বাংলাদেশ টাইমস ৭১ এর সাথে একান্ত সাক্ষাৎকার এই কথা বলেন।বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকায় ফরচুন প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেড কার্যালয় বিভিন্ন প্রশ্নের উত্তরে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এ কথা বলেন।
মিজানুর রহমান মিজান বলেন ২০০২ সালে চট্টগ্রামে প্রথম ফরচুন গ্রুপ তার যাত্রা শুরু করে। ২০১০ সালে বরিশালে ফরচুন যাত্রা শুরু করে।৪০৭২ জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ফরচুন গ্রুপে ১৭ হাজারের বেশি শ্রমিক কাজ করছে। ৭৮ টি দেশে ফরচুন গ্রুপের তৈরি মালামাল রপ্তানি করা হয় । এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, কানাডা, চীন,শ্রীলংকা।
এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান মিজান বলেন ফরচুন গ্রুপ কে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। কিভাবে প্রতিষ্ঠানকে ধ্বংস করা যায়। মিজান বলেন গত ২৩ শে মে৷ ফরচুন সু গ্রুপে শ্রমিকদের হামলা ছিল একটি সাজানো নাটক।বহিরাগত কিছু উশৃংখল যুবক শ্রমিকদের মুখোশের আড়ালে কারখানা ভাঙচুর করে। তারা আনসার ক্যাম্প ভাঙচুর করে এবং ক্ষতি সাধন করে। মিজানুর রহমান মিজান বলেন গত ২৩ শে মে অপ্রীতিকর ঘটনায় মোট ৭ জন আহত হয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজন বহিরাগত চারজন কারখানা শ্রমিক।এই চারজনের মধ্যে তিনজন ইন্ডাস্ট্রিজ এবং একজন ফরচুন সুজ লিমিটেড এর কর্মচারী।মিজানুর রহমান মিজান বলেন সম্পর্কে সকল তথ্য আমাদের কাছে রয়েছে কিন্তু আমরা তা এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না উক্ত অপ্রীতিকর ঘটনায় ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর কোন শ্রমিকের সম্পৃক্ততা নেই। ঘটনাটি সম্পূর্ণ বহিরাগতদের মাধ্যমে ঘটেছে এবং এটি বহিরাগতদের একটি সাজানো ঘটনা।
আনসারের গুলিতে কারা কারা আহত হয়েছে জানতে চাইলে মিজানুর রহমান মিজান বলেন যারা আহত হয়েছেন তারা হলেন রাফসান হাসান এমজে ইন্ডাস্ট্রিজ , প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। তামিম হাসান ফাহাদ,এমজে ইন্ডাস্ট্রিজ তাকে ২৫ শে মে হাসপাতাল থেকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। মেহেদী, ফরচুন সুজ লিমিটেড আমাদের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন থাকলেও ১ জুন তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।মিজানুর রহমান চিকিৎসার পরে মেডিকেলের ক্লিয়ারেন্স নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মনির হোসেন, এমজে ইন্ডাস্ট্রিজ পঁচিশে মে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। দিলীপ, বহিরাগত চিকিৎসার পরে মেডিকেল ক্লিয়ারেন্স নিয়ে ছেড়ে দেয়া হয় এবং মিন্টু, বহিরাগত চিকিৎসার পরে মেডিকেল ক্লিয়ারেন্স নিয়ে ছেড়ে দেয়া হয়। উল্লেখ থাকে যে ফরচুন গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান আহত সকল শ্রমিক এবং বহিরাগতদের দেখতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার সকল খরচ তিনি বহন করেন এবং চিকিৎসাধীন সকলকে আর্থিকভাবে সহযোগিতা করেন।
মিজানুর রহমান মিজান বলেন ফরচুন গ্রুপের ১৭টি কারখানা রয়েছে যা কিনা বরিশাল খুলনা ঢাকা সাভার এবং আশুলিয়া অবস্থিত। আগামী সপ্তাহে বেশ কিছু মেশিনপত্র বরিশাল থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাচ্ছেন এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান মিজান বলেন বরিশালের শ্রমিকরা কাজে যথেষ্ট পরিমাণ ফাঁকি দেয় প্রোডাক্ট না করে আড্ডায় মশগুল থাকে। যেটা ঢাকার শ্রমিকেরা করে না। তিনি আরো বলেন চাচাতো ভাইয়ের মামা শ্বশুর অসুস্থ হলেও বরিশালে একজন শ্রমিক ছুটির দরখাস্ত করে কিন্তু ঢাকায় এমন পরিবেশ নেই। ঢাকা শ্রমিকদের সাথে কাজ করতে তিনি আনন্দ পান। মিজানুর রহমান মিজান বলেন প্রতি ঈদে এবং কোরবানিতে ৭ দিন করে শ্রমিকদের ছুটি দেয়া হয়। মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া হয়। ওভারটাইম যদি কোন শ্রমিক করে তাদের ওভারটাইম দিয়ে দেয়া হয়।মোটকথা তিনি শ্রমিক বান্ধব একজন মালিক।বরিশালের জন্য কি করবেন এ প্রশ্নের জবাবের তিনি বলেন অনেক কিছুই চিন্তাভাবনা আছে কিন্তু পরিবেশ পাচ্ছিনা কিভাবে করব। ক্রিকেট প্রসঙ্গে বলেন ফরচুন বরিশাল বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে বৃষ্টি কমলে মন্ত্রী মহোদয় এবং মেয়র এর সাথে কথা বলেছেন বরিশালে সমস্ত প্লেয়ারদের এনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা এবং কনসার্ট করবেন বলে তিনি বলেছেন। তবে এ ব্যাপারে তিনি বরিশাল বাসীর সহযোগিতা কামনা করেছেন। মিজানুর রহমান মিজান বলেন ফরচুন বিজ্ঞান ক্লাব, প্রতিটি ওয়ার্ডে ফরচুন ক্রিকেট টিম গঠনের চিন্তাভাবনা করছেন যা কিনা ইতোমধ্যে দুটি ওয়ার্ডের মধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ফরচুন ক্রিকেট টিম গঠনের জন্য সাংবাদিক নওরোজ হীরাকে মিজানুর রহমান মিজান ধন্যবাদ জানান। তিনি বলেন খুব শীঘ্রই প্রতিটি ওয়ার্ডে ফরচুন ক্রিকেট টিমের প্লেয়ারদের জার্সি ব্যাট বল স্ট্যাম্প প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর