বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজধানীর পান্থপথে ৮০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে রাজধানীর পান্থপথে এ অভিযান চালানো হয়।
মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সিদ্দিক বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ওলিও ইন্টারন্যাশনালের দখলে থাকা শুক্রাবাদ মৌজার এস.এ, আর.এস ও সিটি ১ নং খতিয়ানের ০.০৮৭৪ একর ভূমি ভূমিতে ০৪ তলা স্থাপণাসহ সরকারি জমি দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরকারি সম্পত্তির মূল্য স্হাপনাসহ প্রায় ৮০ কোটি টাকা।