1. admin@bangladeshtimes71.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন। পটুয়াখালী (গলাচিপা)/উভ/গলাচিপায় পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উচ্ছেদ অভিযান চালান।  ধান কাটাকে কেন্দ্র করে তহশীলদারকে মারধর। গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। সরকারি চোরাই ইটে আ”লীগ নেতার বাড়ি !! – হিজলা উপজেলা, বরিশাল ।  গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল। মাথা বিচ্ছিন্ন গলাচিপায় লাশ উদ্ধার! পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন। গলাচিপায় কারিতাসের বীজ বিতরন

ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাচ্চা নিখোঁজের পোস্ট ; এর নেপথ্য কি

বাংলাদেশ টাইমস ৭১ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৮ বার পঠিত

ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাচ্চা নিখোঁজের পোস্ট ; এর নেপথ্য কি

বাংলাদেশ টাইমস ৭১ ডেস্ক //

শনিবার (৬ জুলাই) সারাদিন ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ এবং ব্যক্তিগত আইডি থেকে শিশু-কিশোরদের হারানোর তথ্য ছড়িয়ে পড়ে। এর অধিকাংশই চট্টগ্রাম ও কক্সবাজার জেলাকেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকলেই নিখোঁজের বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে সরগরম হয়েছেন অনেকেই। বেশ কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে শিশু নিখোঁজের স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। এসব স্ট্যাটাস সত্য ভেবে অনেকেই আবার শেয়ার দিচ্ছেন। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

তবে পুলিশ বলছে, নিখোঁজের কোনো তথ্য নেই তাদের কাছে। যে বা যারা এসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তারা।

জানা গেছে, এগুলো শুধুই গুজব। যাদের হারিয়ে যাবার তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে, তারা বেশকিছু সময় বাসায় ছিল না। কোনো কোনো শিশু তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল।

রোববার (৭ জুলাই) সংবাদমাধ্যমকে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বাচ্চা নিখোঁজের কোনো তথ্য নেই। প্রতিমাসে স্বাভাবিক নিখোঁজ থাকে, তবে চোখে পড়ার মতো না।’

বেশ কয়েকটি বড় বড় ফেসবুক পেজ ও গ্রুপে ‘গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫ বাচ্চা নিখোঁজ’-এর অসংখ্য পোস্ট দেখা গেছে। এসব নিখোঁজ সংবাদে চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

ফেসবুকে জনপ্রিয় একজন তার পোস্টে লেখেন, ‘গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ! সারাদেশে এগুলো কি শুরু হলো হঠাৎ! একটানা এত ছেলেমেয়ে নিখোঁজের সংবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছেলেধরার মতো, কোনো একটা সক্রিয় চক্র মাঠে নেমেছে। সবাই সাবধান হন। এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত। আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন। নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন।’

‘NTRCA শিক্ষক নিবন্ধন (প্রস্তুতি)’ পেজ থেকে রাতে লেখা হয়েছে, ‘ব্রেকিং নিউজ! গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন।’

দিনব্যাপী এসব পোস্টগুলো থেকে দেখা যায়, কয়েকটি পোস্টে কেবল মাদরাসা ছাত্র নিখোঁজ হচ্ছে, আবার কিছু পোস্টে মুসলিম ছাত্র, আবার কোথাও মেয়েদের নিখোঁজের কথা বলা হয়েছে। কোথাও কোথাও ঢাকা, চট্টগ্রামের সঙ্গে অন্য জেলার নামও যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পোস্ট নিশ্চিত না হয়ে বিশ্বাস করবেন না। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর