স্টাফ রিপোর্টার//মোঃ নেছার উদ্দীন : ১৩ আগস্ট মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিট সময় পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জিওসি ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া কর্তৃক গলাচিপা উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিগণ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রী বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এর পূর্বে প্রধান অতিথি গলাচিপা থানা পরিদর্শন করেন। এসময়ে তিনি আন্দোলনে নিহত সকল পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং থানা পুলিশের কার্যক্রম শুরু করায় সকলকে ধন্যবাদ জানান।