ফাইজুর রহমান (শুভ)
গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরুধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রুপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা
অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ১৮ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বড়পুল এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এতে বেশ কিছু ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতা গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে গেলে অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীরা উক্ত হাসপাতালসহ আশপাশের সকল হাসপাতালে আহতদের চিকিৎসায় বাধা প্রদান করে। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।অতঃপর উক্ত ঘটনায় আহত রাজিব মোল্লা, পিতা-মৃত আব্দুর রাজ্জাক মোল্লা, সং-কাউরিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মোঃ আলমগীর হোসেন তিতুসহ ১৭০ জন এবং অজ্ঞাত নামা আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-৩০/০৮/২০২৪ খ্রি.; ধারা-দন্ডবিধি ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ তদসহ বিস্ফোরক আইনের ৩/৬ । মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আলমগীরসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত ঘটনার র্যাব-১০ রাজবাড়ী জেলা পৌরসভার সাবেক মেয়র মোঃ আলমগীরসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় *গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২০:০০ ঘটিকায়* র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় *ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায়* একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত মামলার ০৭ নং এজাহার নামীয় আসামী *রাজবাড়ী জেলা পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মোঃ আলমগীর শেখ তিতু (৪২),* পিতা-মৃত আব্দুল গনি শেখ, সাং-২নং বেড়াডাঙ্গা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।