1. admin@bangladeshtimes71.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন। পটুয়াখালী (গলাচিপা)/উভ/গলাচিপায় পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উচ্ছেদ অভিযান চালান।  ধান কাটাকে কেন্দ্র করে তহশীলদারকে মারধর। গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। সরকারি চোরাই ইটে আ”লীগ নেতার বাড়ি !! – হিজলা উপজেলা, বরিশাল ।  গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল। মাথা বিচ্ছিন্ন গলাচিপায় লাশ উদ্ধার! পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর পিতা মোঃ রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করেন। গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন। গলাচিপায় কারিতাসের বীজ বিতরন

গলাচিপায় কোটখালী মাদ্রাসায় অধ্যক্ষের অফিস কক্ষে হামলা ও ভাঙচুর।

মোঃ নেছার উদ্দীন
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

গলাচিপায় কোটখালী মাদ্রাসায় অধ্যক্ষের অফিস কক্ষে হামলা ও ভাঙচুর।

নেছার উদ্দীন : পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালি ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অধ্যক্ষের অফিস কক্ষ ভাংচুরের খবর পাওয়া গেছে। ২৯ সেপ্টেম্বর রবিবার আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, হামলাকারী অত্র মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম এর নেতৃত্বে একদল দুর্বৃত্ততা এসে অধ্যক্ষ ও সহকারি অধ্যক্ষের রুমে ঢুকে তাদের টেবিলের উপরে থাকা দুটি কাচ রাকিবের হাতে থাকা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে।এরসাথে হিন্দুরাও জড়িত রয়েছে বলে শিক্ষকরা জানান।

স্হানীয়রা জানান এহেন কর্মকাণ্ড করার ভীন্ন মদদদাতা রয়েছে এবং এর আগে জামায়াত ও শিবির কর্মীরা মাদ্রাসায় অনেক ঝামেলা করেছে।
সরকার পতনের পর তারা অধ্যক্ষকে ও মাদ্রাসায় আসতে নিষেধ করেছে। শুধু এতেই ক্ষান্ত হননি বরং হামলা পর্যন্ত করেছে।
এ বিষয়ে ইসলাম মাদ্রাসার ইসলামের ইতিহাস প্রভাষক মো. তাজুল ইসলাম বলেন, আমি অধ্যক্ষের রুমের পাশে একটি টেবিলে বসে পড়িতেছিলাম এরমধ্যো একদল দূর্বৃত্তরা এসে অফিস কক্ষ থেকে দুজন মহিলা শিক্ষক ছিলেন তাদের বের করে দেয়। এরপর তারা মাদ্রাসার ছাত্রছাত্রী ও বাকি শিক্ষকদের ডেকে সবাইকে উদ্দেশ্য করে বলেন, এটি কি কোন প্রিন্সিপালের অফিস হতে পারে? কি রকম জরাজীর্ণ রুম? দেশ এখন উন্নত হয়েছে ডা: ইউনুস আমেরিকা গিয়ে ৭শো কোটি টাকা এনেছে এখন এই রুম এরকম কেন? বলার পরেই হাতে থাকা থলের মধ্য থেকে একটি হাতুড়ি বের করে অধ্যক্ষের টেবিলের উপর থাকা গ্লাসের উপর আঘাত করে চূর্ণবিচূর্ণ করে ফেলেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া খানের কাছে জানতে চাইলে তিনি জানান রাকিবুল ইসলাম আমাদের মাদ্রাসার শিক্ষার্থী, সে এই মাদ্রাসার আরো কিছু শিক্ষার্থীকে নিয়ে এসে এই ঘটনা ঘটায়। রাকিব যেহেতু আমাদের মাদ্রাসার শিক্ষার্থী, তাই আমরা শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী বৃহস্পতিবার রাকিবের বিচার করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর