এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাখোহাটি নিবাসী গাজী আঃ রউফকে পুলিশ গ্রেফতার করেছে।দিঘলিয়া থানার ৪ আগষ্ট দায়রকৃত মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্ররণ করা হয়েছে।দিঘলিয়া থানার মামলা নং ৩ তাং ৪/০৯/২০২৪ ইং।দিঘলিয়া থানা পুলিশ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে।মামলার বিবরণে জানা যায়, গত ২০২২ সালে বিএনপি নেতা-কর্মীরা ট্রলার যোগে ফুলতলার শিকিরহাট নদী ঘাট থেকে খুলনা বিভাগীয় সমাবেশ যোগদানের উদ্দেশ্য রওয়ানা করলে দিঘলিয়ার চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে উল্লেখিত আসামীরা স্বদলবলে অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে ট্রলারে হামলা করে। এ হামলায় তাদের অনেকে নদীর ভেতর পড়ে যায়। মালামালসহ তাদের ডেকভর্তি খাবার ও থালাবাটি নদীতে ফেলে দেয়।অনেকে তাদের আাঘাতে আহত হয়।খুলনার আনোয়ার হোসেন বাবু নামে জনৈক নেতা বাদী হয়ে এ মামলাটি