মোঃ নেছার উদ্দিন, নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে প্রাইস্ প্রকল্প কারিতাস এর আয়োজনে অধিক ঝুঁকিপূর্ণ পরিবারগুলো মধ্যে শাক সব্জির বীজ বিতরন করা হয়। ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩০মিনিটের সময় এই বীজ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা, প্রাইস প্রকল্প কারিতাস বরিশাল অঞ্চল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান চেয়ারম্যান চরকাজল ইউনিয়ন, মি. জন রাহুল বৈদ্য-মনিটরিং এন্ড ইভোলুশন অফিসার, মোঃ মেহেদী হাসান শান্ত ডি আর আর অফিসার, মোঃ মারুফ হোসাইন জীবিকায়ন অফিসার, ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্, সভাপতি গলাচিপা উপজেলা প্রেসক্লাব, মোঃ নেছার উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক, গলাচিপা উপজেলা প্রেসক্লাব প্রমূখ।