উপজেলা প্রতিনিধি // সরকারি রাস্তার চোরাই ইটে ঘর বাধলেন আ,লীগ নেতার দোসর। বারবার প্রশাসনে অভিযোগ করা হলেও ইট উদ্ধারে এগিয়ে আসেনি কোন পক্ষ।
ক্ষুদ্র গানে বাউসিয়া সড়কের রাস্তাটি নদী ভাঙ্গনের শিকার। এ সুবাদে বড় জ্বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদের দোসর জহিরুল ইসলাম বাবর প্রভাব খাটিয়ে এক কিলোমিটার রাস্তার ইট চুরি করে নিয়ে আসে।
স্থানীয় হেলাল ব্যাপারী জানান, তার বাড়ির সামনের বেশ কটি ইট তুলতে গেলে চেয়ারম্যান বাধা দেন। আর বাহিনী দিয়ে বিশাল অংকের টাকা জরিনা না করেন। বাবর তার পকেটের লোক হওয়ায় পার পেয়ে যান। অপর জসিম ফকির জানান, বাবর পন্ডিতের লোক। রাস্তার ইট চুরি করলে ক্ষতি নেই। আমরা ধরতে গেলে ক্ষতি। পুলিশ ডাকা হয়। হাজার হাজার ইট চুরি করে বাবর আছেন ভালো তো বিয়েতে। পারভিন বেগম জানান, বাড়ির সামনে থেকে বেশ কয়টি কিতুলে আনি। পরবর্তীতে পন্ডিত শাহাবুদ্দিন এবং তার লোকজন ইট গুলো তার ঘর থেকে নামিয়ে নেন। অর্থদণ্ড ও করেন। স্থানীয় চৌকিদার ইউনুস কে বারবার অনুরোধ করলেও চেয়ারম্যানের বড়াই করে জরিমানা টাকা হাতিয়ে নেন।
স্থানীয় ইউপি সদস্য ঝন্টু হাওলাদার জানান, তার কিছু করার নেই। বাবর পন্ডিতের লোক,ঘাটের চাঁদাবাজি, নদীতে বোর্ডে চাঁদাবাজি, রাস্তার ইট চুরি সবই জানা। তিনি পন্ডিতের লোক হওয়াতে কিছুই করা যায়নি। তার উপরে সাবেক এমপি পঙ্কজ নাথের দোসর।
সাবেক বড় জালিয়া ইউপি চেয়ারম্যান ও আলিগ নেতা পন্ডিত শাহাবুদ্দিন এর সাথে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি। বর্তমান ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জানান, বিষয়টি তার এবার নেয়ার আগের। এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।