মোঃ নেছার উদ্দিন
নিজস্ব প্রতিবেদ
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের পক্ষীয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রিসিভারের ধান কাটাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন তহশীলদার অভিজিৎ কুমার। ঘটনা সুত্রে জানা যায় পক্ষীয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের দুটি গ্রুপের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায় এক পক্ষ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর রিসিভার নিয়োগ করেন। ১৫ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় ৩ জন পুলিশ সহ তহশীলদার অভিজিত কুমার ধান কাটতে গেলে আসামীরা একত্রিত হয়ে তহশীলদারকে মারধর করলে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পক্ষীয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোঃ শের আলী সরদার এর পুত্র মোঃ মালেক সরদার (৩৮) ও মৃত মোঃ চাঁন মিয়া মোল্লার পুত্র জলিল মোল্লা (৩৫)। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দুজনকে ১৮৬০ দন্ডবিধি ও ১৮৬ ধারায় ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।